কর্ণফুলীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ১২:৩৯ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে কর্ণফুলী উপজেলা প্রশাসন ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

রোববার (২ মার্চ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে কর্ণফুলী উপজেলা প্রশাসন কর্ণফুলীর ব্রিজঘাট বাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফলমূল বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার চরলক্ষ্যার সৈন্যেরটেক এলাকায় অনুমোদনহীনভাবে নকল সয়াবিন তেলের বোতলজাত করা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। নকল চক্রটি জনপ্রিয় ব্র্যান্ড “রূপচাঁদা” সয়াবিন তেলের হুবহু মোড়ক নকল করে বাজারজাত করছিল।

সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিভিন্ন দোকানে সহজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও ব্যবসায়ীরা সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করছিলেন। এমনকি নকল ব্র্যান্ডের তেলও বাজারজাত করা হচ্ছিল।

নকল সয়াবিন তেল প্রতারণা রোধে প্রশাসনের পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক থাকা প্রয়োজন। নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework