করোনা: শুধু জরুরি রোগী নেবে চট্টগ্রাম মেডিকেল, বন্ধ সাধারণ অপারেশনও


প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ১২, ০৫:৪৬ পূর্বাহ্ন

করোনাভাইরাস সংক্রমণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রুটিন রোগীর চিকিৎসাসেবা সীমিত করে দেওয়া হয়েছে।

রোববার (১১ জুলাই) চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ূন কবীরের সই করা এ বিষয়ক এক অফিস আদেশ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিভাগীয় প্রধানের কাছে পাঠানো হয়েছে।

ওই অফিস আদেশে ক্রমবর্ধমান কোভিড-১৯ রোগীর ব্যবস্থাপনার জন্য যেসব নির্দেশ অনুসরণ করার জন্য বলা হয়েছে, সেগুলো হচ্ছে—

কেবলমাত্র জরুরি অপারেশন ছাড়া অনান্য রুটিন অপারেশনসমূহ স্থগিত থাকবে, কেবলমাত্র জরুরি রোগীদেরই ভর্তি করা হবে হাসপাতালে, রুটিন ভর্তি বন্ধ থাকবে। ইতিমধ্যে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যারা জরুরি রোগী নন এবং দীর্ঘ মেয়াদে রোগে আক্রান্ত— তাদের আপাতত প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হবে।

ওই অফিস আদেশে সকল স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তাসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ডিউটিকালে মাস্ক পরিধান করা অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অন্য রোগে রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে গড়ে ২ থেকে ৩ জন রোগী কোভিড আক্রান্ত হয়ে কোভিড ওয়ার্ডে ভর্তি হচ্ছেন।
 

চমেক হাসপাতালের ২০০ শয্যার করোনা ওয়ার্ডে রোববার পর্যন্ত ২৮১ জন ভর্তি আছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework