করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৮২১ জন, মৃত্যু ৯

চট্টগ্রাম ডেক্স
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ১২, ০৫:৪১ পূর্বাহ্ন

 চট্টগ্রামে ক্রমেই বেড়ে চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮২১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯ জন।
নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ।  
 
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৭৪টি। এতে শনাক্ত হয় ৮২১ জন। এইদিন অ্যান্টিজেন টেস্ট করা হয় সবচেয়ে বেশি। শুধুমাত্র অ্যান্টিজেন টেস্টে ৬৬৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২৮ জন।
 
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুত পরীক্ষা হওয়ায় শনাক্তের প্রকৃত সংখ্যাও জানা সম্ভব হচ্ছে। এখন প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করা যায়। সাধারণ মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনা গেলে সহজেই করোনা আক্রান্তের সঠিক সংখ্যা পাওয়া যাবে।  

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৮২৯ জন। এদের মধ্যে উপজেলায় ১৫ হাজার ১৬৮ জন এবং মহানগরে ৫০ হাজার ৬৬১ জন। মোট মৃত্যু হয়েছে ৭৮০ জন। এর মধ্যে মহানগরে ৫০০ জন এবং উপজেলায় ২৮০ জন


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework