কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গরুভর্তি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ০৭, ১১:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত সিংগার আব্দুর রহিমের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত কক্সবাজার থেকে ঢাকা মুখি দুটি গরু ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে রামু ও কক্সবাজার চকরিয়া থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টা পর উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ি দুটি।

গতকাল ভোররাত দেড়টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী আবদু শুক্কুর অভিযোগ করেন, গর্জনিয়া বাজার থেকে ক্রয় করে আমাদের ২০টি গরু ভর্তি দুটি ট্রাক রামু চা-বাগান হয়ে আসছিল। ভোররাত আনুমানিক দেড়টার দিকে একই এলাকার ব্যবসায়ী আবদুর রহিম ওরফে সিঙ্গার রহিম ওরফে ইয়াবা রহিমের নেতৃত্বে ১টি সিএনজি, তিনটি মোটর সাইকেল ও কারযোগে ১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে গাড়ি দুটি পথরুদ্ধ করে আটকে দেয়। গাড়ির দুই চালককে অস্ত্র ঠেকিয়ে গরুভর্তি গাড়ি দুটি ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্তরা। দুই ঘন্টা পর চকরিয়া থানা ও রামু থানা অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপে ছেড়ে দেয়।

তবে গাড়ি দুটি ছেড়ে দিলেও চালক দু'জনের মোবাইল দুটি ফেরত দেয়নি। কক্সবাজার চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনজুরুল কাদের জানান, গাড়ি দুটি চকরিয়া আসছিল, গরুর মালিক ফোন করে জানালে যার বিরুদ্ধে অভিযোগ তাৎক্ষণিক তাকে ছেড়ে দিতে বলেছি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework