এক মাস ৪ দিন পর কারামুক্ত সরোয়ার উদ্দিন শাহীন

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ১২:৩৮ অপরাহ্ন

অবশেষে এক মাস ৪ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন। বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় উচ্ছ্বসিত স্বজনেরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

গত ৮ জানুয়ারি তাঁকে আটক করা হলে ৯ জানুয়ারি হাকিমের আদালতে হাজির করা হয়। এসময় চেয়ারম্যানের জামিন আবেদন করলে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম সরওয়ার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরবর্তীতে আজ নির্ধারিত তারিখে পুনরায় জামিনের আবেদন করা হলে হাকিম তাকে জামিনে মুক্তি দেন।

এর আগে গত এক মাস ধরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন। তাঁকে মুক্ত করতে এলাকাবাসী একাট্টা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারী থানায় হেফাজত অধ্যুষিত মাদ্রাসার ছাত্রহত্যা মামলায় গত ৮ জানুয়ারি ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনকে চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework