এক গ্রাম থেকে একসাথে ১২ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশগ্রহণ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ০২:১৬ অপরাহ্ন

এক গ্রাম থেকে একসাথে ১২ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করেছেন। জানা যায়, আরও তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও তারা বিভিন্ন ব্যস্ততার কারণে অংশ নিতে পারেননি। না হলে সংখ্যাটি হতো ১২+৩ = ১৫ জন।

গ্রামটি হচ্ছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রাম।

যে গ্রামটিতে ২০০০ সালের আগেও তেমন কোনো স্নাতক বা স্নাতকোত্তর খুঁজে পাওয়া ছিলো দুস্কর, এখন সেই অজপাড়া গাঁয়ে ডাক্তার, শিক্ষক, বিসিএস ক্যাডার কিংবা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার অভাব নেই।

সবকিছুই যেন সম্ভব হয়েছে সেই গ্রামের অন্ধকারে আলো ছড়ানো এক শিক্ষাপ্রতিষ্ঠান—হাসনাবাদ আহসানুল হক দাখিল মাদ্রাসার কারণে। শিক্ষালয়টি যেনো গ্রামের জন্য আলাদিনের চেরাগ বা আলোর দিশারির মতো হয়ে উঠেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework