ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা সমাপ্ত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ১২:১৩ অপরাহ্ন

বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা কবির আহমদ (রহঃ) প্রতিষ্ঠিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

দু'দিনব্যাপী (২২ ও ২৩ ডিসেম্বর) এই বার্ষিক সভা রোববার ও সোমবার মাদ্রাসা মাঠে দিনব্যাপী আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান রনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাশেমী। প্রধান বক্তা ছিলেন ভারত দারুল উলুম জাকারিয়া (দেওবন্দ) মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হোসাইন বিন সাইদ আহমদ পালনপুরী (রহঃ)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসার মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা ড. নুরুল আবছার আজহারী, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আজিজুল হক আল-মাদানী, মুফতি মনিরুজ্জামান আল-জামী, এবং মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল আলম।

মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ ও মাওলানা আবুল কালাম।

সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, জেবল হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মেম্বার, হাজী আব্দুস সত্তার, ড. মোরশেদ, বুদুরুস কোম্পানি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, হারুন মুফিজ, লোকমান, মাস্টার আজগর আলী, মুহাম্মদ আজিজ, হাসান, মহরম মিয়া ভুট্টো, উপদেষ্টা হাজী আহমদ মিয়া, মুফতি আবুল কালাম আজাদ, আমেরিকান প্রবাসী ডা. ইদ্রিস, প্রফেসর আনোয়ার, আব্দুল খালেক, অলি আহমদ, মুহাম্মদ হোসেন, সদস্য হাজী ইকবাল, প্রবাসী কামাল, প্রবাসী মুহাম্মদ মুছা, আইয়ুব আলী আকাশ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework