আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১১, ০২:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (০৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামের দক্ষিণ দিকে মোস্তাক আহমেদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, "সোমবার রাতে ব্যবসায়ী মোঃ আবদুল্লাহর গ্যাস সিলিন্ডারের গুদাম ঘরের হঠাৎ আগুন লেগে ধরে যায়। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময়মত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ না করলে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ জানান, আগুন লেগে গুদামে থাকা সব গ্যাস সিলিন্ডার ও গুদাম ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework