আনোয়ারায় পৃথক অগ্নিকান্ডে বসতঘর ও দোকানে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১২, ০৫:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক অগ্নিকান্ডে গবাদিপশুসহ  বসতঘর ও চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২ থেকে ১টার ভিতর উপজেলার হাইলধর সমিতি পুকুর পাড় ও বৈরাগ সেন্টার এলাকার মহালখান বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় আগুন লেগে দিলীপ কুমার দাস (৫৫) ও অনিল কুমার দাস (৬০) দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনিল কুমারের ৪ টি ছাগল ও দিলীপ কুমারের ঘরের সবকিছু পুড়ে যায়।

জানা যায়, অনিল কুমারের পরিবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। অন্যদিকে দিলীপ কুমার পেশায় একজন সিএনজি চালক। তিনি সকালে গাড়ি নিয়ে বের হন। ২ পরিবারের কেউ ঘরে ছিলনা।  আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে আমরা ঘরে আগুন দেখতে পাই। দুই পরিবারের কেউ ঘরে ছিলনা। স্থানীয় ফায়ার সার্ভিসকে ফোনে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে একই সময়ে উপজেলার বৈরাগ ইউনিয়ন মহলখান বাজারে গ্যাস সিলিন্ডার থেকে একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এই ঘটনায় ক্ষতিগ্রস্তের নাম দোকান মালিক আলিম।

আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আনোয়ারায় হাইলধর ও বৈরাগ ইউনিয়নে দুই জায়গায় অগ্নিতান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework