আনোয়ারার বেড়িবাঁধ পরিদর্শনে জামায়াত নেতা মাহমুদুল হাসান

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ০৫:০০ অপরাহ্ন

আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসন (১৩) এর জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, আওয়ামী দুর্নীতির কারণে দেশের প্রকল্পগুলো লুটপাট হয়ে গেছে। এই লুটপাটের কারণে আনোয়ারার উপকূলীয় এলাকার মানুষের দুঃখের শেষ নেই। বেড়িবাঁধ টেকসই করা এখনই জরুরি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর ইউনিয়নের গহিরা ভাইগ্যেরো ঘাটের ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ এখন দেশপ্রেমিক ছাত্রজনতা তদারকি করবে, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। বেড়িবাঁধ নির্মাণে অতীতে যারা জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনতে হবে। শেষে তিনি আগামী বর্ষার আগেই চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য পাউবোর সাথে আলোচনা করেন।

রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ হারুন, সেক্রেটারি হাফেজ সানাউল্লাহ, বাইতুল মাল সেক্রেটারি তৌহিদসহ স্থানীয় জামায়াত, ছাত্রশিবির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework