অর্থ সংকটে চট্টগ্রামের আনোয়ারায় এক যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৫:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্থ সংকটে মো. রফিক (২৬) নামের এক সন্তানের জনকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, মো. রফিক স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। তিনি একটি চায়ের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রফিক কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন। ঋণগ্রস্ত হয়ে পড়ার কারণে হতাশায় ভুগছিলেন তিনি। তার পরিবারে মা-বাবা এবং তিন ভাই থাকলেও তারা পৃথকভাবে বসবাস করতেন।
মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। ওইদিন রাত ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, "ঘটনার পর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্থ সংকটের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework