অভ্যন্তরীণ কোন্দলে রাউজানে ছাত্রদল নেতা বাবুর ওপর হামলা

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৬, ১২:২০ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। বর্তমানে তিনি নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের আদ্যপীঠ এলাকায় একটি প্রকল্প পরিদর্শন করার সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। থানা পুলিশ গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং উক্ত বিষয়ে পরবর্তী বিস্তারিত জানানো হবে বলে জানান।

আভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধ বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ খানখানাবাদ পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির হাফেজ নূর মোহাম্মদ ও মোরশেদা বেগমের বড় ছেলে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য।

উত্তর গুজরার বাসিন্দা অপু নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাবুর হাঁটু ও পায়ের গোড়ালিতে বেশ কয়েকটি গুলি লেগেছে। তিনি আদ্যপীঠের একটি প্রকল্পের কাজে এসেছিলেন, যেখানে তিনি পুকুরঘাট নির্মাণের ঠিকাদারি করছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework