২০ দলের টি-২০ বিশ্বকাপ!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ১৬, ০৯:৪০ পূর্বাহ্ন
২০২৪ সাল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০ দলের। এমনটাই পরিকল্পনা করেছে ইন্টারন্যাশ ক্রিকেটে কাউন্সিল (আইসিসি)। ২০২৮ সালের কমনওয়েলথ গেমস ও অলিম্পিওক ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। তারপরও টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০ দলকে নিয়ে করার পরিকল্পনা আইসিসির। ২০২১ এবং ২০২২ টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১৬ দল। আইসিসি ২০২১ সালের তুলনায় আরও চারটি দলকে পরের বিশ্বকাপে যুক্ত করার কথা ভাবছে আইসিসি। তবে আইসিসি বিভিন্ন বিশ্বকাপে বারবারই দলের সংখ্যা পরিবর্তন করেছে। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ১৪ টি দল খেললেও ২০১৯ সালে ১০টি দলের বিশ্বকাপ আয়োজন করে তারা। এদিকে আইপিএল স্থগিতের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতে আসছে পরিবর্তন। করোনার কারণে ভারতের পরিবর্তে আসর বসতে পারে আরব আমিরাতে। ক্রিকেটার, কোচিং স্টাফ আর সংশ্লিষ্টদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিতের সিদ্ধান্তের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এসেছে এমন ঘোষণা। ভারতের চলমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এ পরিবর্তনের সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, আইপিএলে ক্রিকেটারদের বায়ো-বাবল বিপর্যয়ের পর বিশ্ব আসর আয়োজনের ব্যাপারে নাকি সাহস পাচ্ছে না বিসিসিআই। তাছাড়া অক্টোবর-নভেম্বরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও তীব্র। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সে সময় অংশগ্রহণকারী দেশগুলো আসতে রাজি হবে কিনা; তাও নিশ্চিত নয়।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework