স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের সূচি ঘোষণা

News Desk
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ২৬, ০৬:৫৭ অপরাহ্ন

অবশেষে চূড়ান্ত হলো স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অসমাপ্ত অংশের সময়সূচি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের বাকি ম্যাচগুলো।

রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে।

যেখানে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচসহ শারজাহতে হবে ১০টি ম্যাচ। আর বাকি ৮ ম্যাচ হবে আবুধাবি স্টেডিয়ামে। খেলাগুলো হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ও রাত ৮টায়। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএলের ১৪তম আসরটি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework