বাংলাদেশ সিরিজে অজি কাপ্তান ওয়েড

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ০২, ০১:০৫ অপরাহ্ন

নিয়মিত অ্যারন ফিঞ্চ চোটের কারণে আসেননি। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে হবেন, এটা নিয়ে দোটানায় ছিলেন তাদের নির্বাচকেরা। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ম্যাথু ওয়েডকেই বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের অধিনায়ক নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেই চোট পান সাদা বলের নিয়মিত অধিনায়ক ফিঞ্চ। নিয়মানুযায়ী দলের মূল সহ অধিনায়ক প্যাট কামিন্সেরই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—এই দুই সফরে কামিন্সসহ দলের শীর্ষ ক্রিকেটাররা না থাকায় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক করে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। বাংলাদেশ সফরেও তাকেই অধিনায়ক রাখা হবে বলে গুঞ্জন থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ওয়েডের ওপরই আস্থা রেখেছে।

ওয়েড অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework