টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ এপ্রিল ২৯, ১১:২০ পূর্বাহ্ন
দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নেয়ার লক্ষ্য টাইগারদের।সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হবে বাংলাদেশকে। ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। এ নিয়ে অষ্টম টেস্টে অধিনায়কত্ব করছেন অধিনায়ক মুমিনুল। এর আগের সাত টেস্টে টস জিতেছেন চারবার, হেরেছেন তিনবার। তবে জয় মিলেছে মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। এবার চতুর্থবারের মতো টস হারলেন মুমিনুল। অন্যদিকে পাল্লেকেলেতে হওয়া আগের ৮ ম্যাচের মধ্যে ড্র হয়েছে ৪টি আর ফল এসেছে ৪ ম্যাচে। যেই চার ম্যাচে ফল এসেছে, সেখানে জয় পেয়েছে টস জেতা দলই। ফলে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework