স্বপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ খামেনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ Jun ১৭, ০৬:৩৭ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্বপরিবারে একটি ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গোপন ও উচ্চ সুরক্ষিত স্থানে তিনি বর্তমানে অবস্থান করছেন।

সংবাদমাধ্যমটি একাধিক গোপন সূত্রের বরাতে জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর পরপরই আয়াতুল্লাহ খামেনিকে তাঁর ছেলে মোজতাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তবে তার অপর দুই সন্তান মাসুদ এবং মোস্তফাকে সেই আশ্রয়স্থলে দেখা যায়নি।

এটাই প্রথম নয়। এর আগে গত বছর ইসরায়েলের পরিচালিত দুটি সামরিক অভিযানের সময়ও আয়াতুল্লাহ খামেনিকে একইভাবে বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework