সিরিয়ায় বাশার সরকারের হাতে নিহত এক লাখ মানুষের গণকবর

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১৭, ০২:৫২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থা দাবি করেছে, সিরিয়ার দামেস্কের বাইরে একটি গণকবর রয়েছে, যেখানে কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে। এদের মধ্যে অনেকেই বাশার আল-আসাদের সরকারের হাতে নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের সাথে এক টেলিফোন সাক্ষাত্কারে সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা বলেন, দামেস্ক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ এলাকায় এই গণকবরটি অবস্থিত, যা পাঁচটি গণকবরের মধ্যে একটি। কয়েক বছরের তথ্য সংগ্রহের পর এই কবরটি চিহ্নিত করা হয়েছে।

মোস্তফা আরো জানান, এই পাঁচটি গণকবরে শুধু বাশার আল-আসাদের শাসনামলে নির্যাতনের শিকার সিরীয় নাগরিকদের মৃতদেহই নয়, বরং মার্কিন ও ব্রিটিশ নাগরিকরাও এখানে সমাহিত হতে পারেন। তবে মুস্তাফার দাবির সত্যতা নিশ্চিত করার জন্য রয়টার্স কোনো স্বাধীন তদন্ত করতে পারেনি।

এদিকে, সিরিয়ার বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বর রাতে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল-আসাদ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework