যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ জন নিহত, ১৫ বছর বয়সী স্কুলছাত্রী হামলাকারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১৭, ০১:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আবারো একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে সোমবার বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী রয়েছেন। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর বেলা ১১টার আগে এই হামলা ঘটে।

ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এক বন্দুকধারী গুলি চালায়। স্কুলটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে, যারা কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। ওই বন্দুকধারী নিজেও স্কুলটির শিক্ষার্থী ছিলেন।

ম্যাডিসন পুলিশের প্রধান শন বার্নস জানিয়েছেন, হামলাকারী ১৫ বছর বয়সী এক ছাত্রী ছিল।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত ছিল এবং সেখানেই গুলি চালায়। ঘটনাস্থলে তার মৃতদেহ পাওয়া যায়। হামলায় আহত হয়েছেন ছয়জন শিক্ষার্থী, তাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর বলে জানানো হয়েছে।

এটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ৩২২তম স্কুল গুলির ঘটনা, যা ১৯৬৬ সালের পর দেশটির স্কুলে গুলির দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। গত বছরে স্কুলে গুলির সর্বোচ্চ সংখ্যা ছিল ৩৪৯টি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework