যুক্তরাষ্ট্রে আইসিই-র অভিযানে ৯৫৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২৮, ০৪:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-এর নেতৃত্বে একটি বড় অভিযান পরিচালিত হয়েছে, যেখানে ৯৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার এই অভিযানটি পরিচালিত হয়, যার মধ্যে শিকাগো, নিউয়ার্ক (নিউ জার্সি) এবং মিয়ামির মতো শহরগুলো অন্তর্ভুক্ত ছিল। সংবাদ সংস্থা এপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এটি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের প্রথম বড় অভিযান হিসেবে চিহ্নিত হয়েছে। এই অভিযানে আইসিই ছাড়াও এফবিআই, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এবং অন্যান্য বিচার বিভাগীয় সংস্থাগুলোর সদস্যরা অংশগ্রহণ করেন।

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপক বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে তিনি অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে ২১টি নির্বাহী আদেশ জারি করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework