পাকিস্তানের মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৬ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৫:১৮ অপরাহ্ন

পাকিস্তানের মুলতানে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুলতানের হামিদপুর কানোরা অঞ্চলে ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, যা আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরবর্তীতে উদ্ধার তৎপরতার সময় আরও একজন নারীর মৃতদেহ উদ্ধার হয়, ফলে মৃতের সংখ্যা ছয়ে পৌঁছায়। নিহতদের মধ্যে একজন কিশোরীও রয়েছে।

এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework