দিল্লিতে শিশু হাসপাতালে আগুনলেগে, ৭ নবজাতক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ২৬, ০২:৪৫ অপরাহ্ন

ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে সেখানে আগুন লেগেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লেগেছে বলে তাদের কাছে ফোনকল আসে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ১৬টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১২ জনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছে, হাসপাতালের দুইতলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাত শিশু প্রাণ হারায়।

এখনো আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework