ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৪:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে তার বিরুদ্ধে ২২টি অঙ্গরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ফেডারেল আদালতে এই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। তার সঙ্গে ম্যাসাচুসেটসসহ আরও ২০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এই মামলায় স্বাক্ষর করেছেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশটি “অশোভন, অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক”। তিনি আরও বলেন, এই আদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এর ফলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework