টিকটকে ভিডিও দেখলেই ঘণ্টায় মিলবে ১০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ মে ২৪, ০৫:৩৫ অপরাহ্ন

আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও তা থেকে পয়সা আসে না কোনোভাবেই। তা আবার শুধু স্ক্রলিং থেকে। কিন্তু এবার শুধু স্ক্রলিং থেকেই মিলবে আয়। এমনই এক অভিনব সুযোগ দিচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটিক।

১০ ঘণ্টা ধরে টিকটিক দেখলে প্রতি ঘণ্টায় পাওয়া যাবে ১০০ ডলার। যার মানে প্রায় দশ হাজার টাকা পাওয়া যাবে প্রতি মাসে এই অ্যাপ শুধু স্ক্রলিং করার ফলে। মার্কেটিং সংস্থা ইউবিকুইটোস ৩ জনকে দিচ্ছে এমনই এক সুযোগ। তবে তার জন্য আপনাকে অংশগ্রহণ করতে হবে এই প্রতিযোগিতায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে।

প্রথমে ইউবিকুইটোসে ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে সংক্ষিপ্তভাবে লিখতে হবে কেন আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান। ১৮ বা তার বেশি বয়সী প্রতিযোগীরা একমাত্র অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।

১০ ঘণ্টা ধরে টিকটক দেখার পর তার অভিজ্ঞতা শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে ট্যাগ করতে হবে সংস্থাকে। ভিডিও শেয়ারিং অ্যাপ হিসেবে সারা বিশ্বে বিখ্যাত টিকটক অ্যাপ। এর প্রধান সংস্থা বাইটড্যান্সের অফিস চীনে।

টিকটক সম্প্রতি একটি ফান্ড তৈরি করেছে যেখানে আর্গুমেন্ট রিয়ালিটি ইফেক্ট তৈরি করার জন্য পুরস্কৃত করা হবে ক্রিয়েটরদের। টিকটকের ইফেক্ট হাউজ টুলের মাধ্যমে কেউ যদি আর্গুমেন্ট রিয়ালিটি তৈরি করে তাকে পুরস্কৃত করা হবে।

যদি ৯০ দিনে সেই ইফেক্ট ১৫ লাখ গ্রাহকেরা ব্যবহার করেন তবে সেই ক্রিয়েটর পাবেন ৭০০ ডলার প্রতি এফেক্টে। এছাড়া  ওই ইফেক্ট যদি ১ লাখ টিকটক ভিডিওতে ব্যবহার হয় তাহলে ক্রিয়েটর পাবেন ১৪০ ডলার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework