গাজার উত্তরে ফিরছেন হাজারো ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৫:১৪ অপরাহ্ন

ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো নেটজারিম করিডোর অতিক্রম করে গাজার উত্তরে নিজ নিজ বাড়িতে ফিরছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সোমবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফিলিস্তিনিদের পায়ে হেঁটে আল-রশিদ স্ট্রিট পার হওয়ার এবং সকাল ৯টা থেকে যানবাহনে সালাহ আল-দিন স্ট্রিট অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, হামাস শুক্রবারের মধ্যে ইসরায়েলি বন্দী আরবেল ইয়েহুদ এবং আরও দু’জনকে মুক্তি দিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্তদের শর্ত সংক্রান্ত তথ্য প্রদানের ভিত্তিতে ইসরায়েল গাজার উত্তরে ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।

এই ঘটনাটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework