ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ০৪, ০২:১৫ অপরাহ্ন

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ সোমবার (৩ মার্চ) তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি জটিলতা সৃষ্টির পর তিনি এই সিদ্ধান্ত নেন। দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাস ধরে নিজের এবং পরিবারের বিরুদ্ধে অপমান ও অপবাদ সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাভেদ জারিফ।

নিজের নিয়োগ নিয়ে চলমান আইনি বিরোধের পর, ইরানের কৌশলগত বিষয়ক উপ-রাষ্ট্রপতি (ভাইস প্রেসিডেন্ট) পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগপত্রে জারিফ লিখেছেন, "গত চার দশকে আমি দেশের স্বার্থে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করলেও অনেক অপমান ও অভিযোগ সহ্য করেছি এবং আমি দেশের স্বার্থ রক্ষায় নীরব থেকেছি, এমনকি মিথ্যা এবং বক্তব্য বিকৃতির মুখেও।"

এছাড়া, জারিফ তার পোস্টে উল্লেখ করেছেন, তিনি বিচার বিভাগের প্রধানের উপদেশে পদত্যাগ করছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করেছেন জাভেদ জারিফ। ২০১৫ সালে পশ্চিমাদের সঙ্গে পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework