ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনায় বসতে চান পুতিন, ট্রাম্পের সঙ্গে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০২:৫২ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এই সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সমাধান বের করা প্রয়োজন। সংবাদমাধ্যম ‘আরবিসি ইউক্রেন’ এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ জানুয়ারি), ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণের আগের দিন পুতিন এক টেলিভিশন বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমরা ইউক্রেন সংঘাতের বিষয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। আমাদের লক্ষ্য শুধু স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি নয়, বরং সকল জনগণের বৈধ স্বার্থের প্রতি সম্মান জানিয়ে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।”

এছাড়াও, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে তিনি মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা শুরুর ব্যবস্থা করবেন, যাতে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ এড়ানো যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework