ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর বারডিয়ানস্ক দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২৮, ১০:৪৮ পূর্বাহ্ন

দক্ষিণ ইউক্রেনের উপকূলীয় শহর বারডিয়ানস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে শহরটির মেয়রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

মেয়র আলেকজান্ডার সভিডলো ফেসবুকে পোস্ট করা ভিডিওতে বলেছেন, রাশিয়ান সৈন্যরা স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই শহরের কেন্দ্রে ঘোরাঘুরি করতে দেখা যায়।

তিনি বলেন, ‘রাশিয়ানরা জানিয়েছে, সব প্রশাসনিক ভবন তাদের নিয়ন্ত্রণে এবং তারা নির্বাহী কমিটির ভবনও নিয়ন্ত্রণে নিচ্ছে। অপারেশনাল হেডকোয়ার্টারের সব সদস্য হিসেবে আমরা কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করেছি।’

কৃষ্ণ সাগরের ওই শহরে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। শহরটিতে প্রায় এক লাখ ইউক্রেনীয়র বাস।

এদিকে ইউক্রেনের ন্যাশনাল নিউজ এজেন্সি (ইউক্রিনফর্ম) অনুসারে, কিয়েভ ও খারকিভে গোলাগুলি আবার শুরু হয়েছে।

ইউক্রেনের রাজধানীতে কয়েক ঘণ্টা শান্ত থাকার পর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিয়েভ ও খারভিভে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, দেশটির উত্তরাঞ্চলের চেরনিহাইভে একটি এয়ার অ্যালার্ম বাজানো হয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework