আবুধাবিতে গাউছিয়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২০, ০২:৩৪ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে রাজধানী আবুধাবি শাখার গাউছিয়া কমিটির উদ্যোগে গত ১৭ই জানুয়ারি রোজ শুক্রবার আবুধাবি ইব্রাহিম হোটেল বলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গাউছিয়া কমিটি আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোঃ পারভেজ ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব। মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার উপদেষ্টা মোহাম্মদ নাইমুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম খান, বৃহত্তর মোছাফ্ফাহ শাখার উপদেষ্টা আলহাজ্ব জানে আলম, বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সভাপতি মোহাম্মদ আলী জামাল, ইউএই কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং শারজা প্রাদেশিক শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, সম্পাদক সৈয়দ মোঃ মুসা, দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হাফেজ, মোঃ সিরাজুল হক, ইউএই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অসভ্য শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, ফুজিরা খোরফাক্কান শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, শাবিয়া শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন রনি, রাস আল খাইমাহ ছাতার সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, আলা বিশাখার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন চৌধুরী, আবির শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর, মোহাম্মদ শফি, মোহাম্মদ রবিউল হোসেন, বানিয়াছ শাখার আহ্বায়ক মোঃ আজাদ, মোহাম্মদ আলী, মোঃ মুবিন, জাহিদুল ইসলাম, মোঃ মোর্শেদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাহিদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম আনসারী, মোঃ আবু সৈয়দ, মোহাম্মদ আজগর আলী, মোঃ মফিজ, কাজী মোঃ আবু তৈয়ব, মোঃ সেলিম, মোহাম্মদ আহমেদ, মোহাম্মদ ইউনুস তৈয়বী, মৌলানা আব্দুল হালিম, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ তোফায়েল, মোহাম্মদ আব্দুল মালেক, মোঃ খোরশেদ, মোঃ জাবেদ, মোহাম্মদ জানে আলম, মোঃ কামাল, মোঃ রুবেল, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ জসিমসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework