নারায়ণগঞ্জের আগাম জামিন ৪৫০ বিএনপি নেতাকর্মীর


প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ০১, ০৪:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ জেলার ৪৫০ বিএনপির নেতাকর্মী বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

রোববার (৩১ মার্চ) দুপুরে উচ্চ আদালত থেকে প্রায় ২৫টি পৃথক মামলায় বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে জামিন লাভ করেন তারা।

এর আগে ২৮ অক্টোবর থেকে জেলার বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্ত ছিলেন জামিনপ্রাপ্তরা।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল।

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবর রহমান খান জানান, আজ প্রায় ২৫টি মামলায় নারায়ণগঞ্জ বিএনপির ৪৫০ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework