ড. ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০৮, ০৪:৫৬ অপরাহ্ন

ঢাকার শ্রম আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা পাঁচটি মামলা বাতিল করার হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

মুস্তাফিজুর রহমান খান জানান, গত অক্টোবরে হাইকোর্ট ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা পাঁচটি মামলা বাতিল করে দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল আবেদন করেছিল, তবে আদালত শুনানি শেষে সেই আবেদন খারিজ করে দেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

এর আগে, গত ২৪ অক্টোবর পৃথক রায় দিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ হাইকোর্টে রুল নিষ্পত্তি করেছিলেন। এর পরেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়, যেটি রোববার খারিজ করা হয়।

২০১৯ সালের ৩ জুলাই, ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। তাদের নাম হলো আব্দুস সালাম, শাহ আলম ও এমরানুল হক। একই বছর, হোসাইন আহমেদ ও আব্দুর গফুর নামেও দুজন মামলা করেন।

২০২০ সালে ড. মুহাম্মদ ইউনূস মামলাগুলো বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন, এবং তখন হাইকোর্ট রুল জারি করেছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework